Wednesday, 4 September 2013

আপনি কি ক্যারিয়ার নিয়ে চিন্তিত? ব্লগিং কবেন কিনা ভাবছেন? অথবা ব্লগ খুলতে জানেন না আসুন আপনার সমস্যার সমাধান এখানে



ক্যারিয়ার নিয়ে অজথা চিন্তা করবেন না।পরিশ্রম, নিয়মিত অধ্যাবসায় ও প্রশিখন আপনাকে এনে দিতে পারে সাফল্য।তবে বর্তমান সময়ে ব্লগিং হল আয়ের একটি খুব ভাল পথ। কিন্তু কন ব্লগে রাঙ্কিং এ আনা কনপ সোজা বাপার নই তার জন্য একটু পরিশ্রম করতে হবে আর প্রথমেই আয় খুব ভাল হবে না তার জন্য সময় লাগবে।যাইহোক কথা না বারিএ আসুন আসল বিশই এ আসাযাক। প্রথমে আপনাদের আমি ব্লগিং কি সেটার বিষয়ে আগে একটু বলব ব্লগিং হল এমন একটি কাজ যার প্রধান বিষয়ই হল লেখালিখি করা আর যে বা যারালেখালিখি করেন তাদের ব্লগার বলে। অথএব আপনি যদি একজন ব্লগার হন তাহলে আপনার কাজ হবে বিভিন্ন বিষয়ে লেখালিখি করা।আপনি যে কন বিষয় নিয়ে লেখালিখি করতে পারেন|
ব্লগ তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি গুগল Account খুলতে হবে তারপর সেই Accountএর লগিন Id & password দিয়ে ব্লগের এ গিয়ে লগিন করতে হবে তারপর New Blog option এ ক্লিক করে ব্লগ Title & Domain name দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আপনার ব্লগ।এরপর আপনি ব্লগ Description দিয়ে পোস্ট লিখলেই আপনার ব্লগ সম্পুরন রুপ ধারন করবে।এইভাবে করলেই আপনারা নিজেরাই নিজেদের ব্লগ তৈরি করতে পারবেন।সবাই  ভাল থাকবেন আমি আবার ফিরে আসব আমার পরের post নিয়ে। নমস্কার.........।

No comments:

Post a Comment