নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালত।আবার আমি
ফিরে এলাম একটা নতুন পোস্ট নিয়ে। আজকে আপনাদের জন্য রয়েছে SEO এর একটি গুরুত্বপূর্ণ পোস্ট
যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে।
আমরা যারা
ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই যে কোন কিছু জানার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন এ (যেমনঃ গুগল, ইয়াহু, বিং)
এ সার্চ দিয়ে থাকি এবং এই সব সার্চ ইঞ্জিন গুল আমাদের কাঙ্ক্ষিতফলাফল সরবরাহ করে থাকে।মাঝে
মাঝেআমাদের মনে প্রশ্নজাগে
যে সার্চইঞ্জিন গুলকিভাবে
কাজ করে?তাই, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সার্চ ইঞ্জিনগুল
কিভাবে কাজ করে?আমরা যখন ইন্টারনেট এ কিছু সার্চ দি তখন সার্চ ইঞ্জিনগুলআমাদের সঠিক ফলাফল সরবরাহ করে অর্থাৎ ইন্টারনেটথেকে কোন তথ্য খুঁজে বের করাই হচ্ছে সার্চ ইঞ্জিন এর কাজ।এসবসার্চ ইঞ্জিন গুলো সার্চ ইঞ্জিনস্পাইডার, রোবট এবং অন্যান্য প্রোগ্রামএবং ব্য ওয়েব সাইট থেকে তথ্য সংরক্ষন করে এবংহাইপারলিঙ্ক ট্রেস করে । অপরপ্রান্তে সার্চ রোবট বিভিন্ন সাইট থেকে ডকুমেন্টএবং তথ্য খুঁজে বের করে এবং তা সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ এ সংরক্ষন করে রাখে।যখন কোন বক্তি কোন তথ্য খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন এ সার্চ দেই, তখনসার্চ ইঞ্জিন ডাটাবেজ check করে এবং সার্চ ইঞ্জিন ডাটাবেজ থেকে ফলাফলসরবরাহ করে। তবে, এখানে বলা যায় যে, রোবট যতবেশি ডাটাবেজ সংরক্ষণ করবেকোন তথ্য সার্চ করা তত বেশি কঠিন হবে । এক্ষেত্রে, ওয়েবসাইট বৃদ্ধিপেলে তথ্য সার্চ করা বেশি কঠিন হবে ।