Wednesday, 4 September 2013

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে



নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালত।আবার আমি ফিরে এলাম একটা নতুন পোস্ট নিয়ে। আজকে আপনাদের জন্য রয়েছে SEO এর একটি গুরুত্বপূর্ণ পোস্ট যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে।
Search Engine Prosses
       আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই যে কোন কিছু জানার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন এ (যেমনঃ গুগল, ইয়াহু, বিং) এ সার্চ দিয়ে থাকি এবং এই সব সার্চ ইঞ্জিন গুল আমাদের কাঙ্ক্ষিতফলাফল সরবরাহ করে থাকে।মাঝে মাঝেআমাদের মনে  প্রশ্নজাগে যে সার্চইঞ্জিন গুলকিভাবে কাজ করে?তাই, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সার্চ ইঞ্জিনগুল কিভাবে কাজ করে?
আমরা যখন ইন্টারনেট এ কিছু সার্চ দি তখন সার্চ ইঞ্জিনগুলআমাদের সঠিক ফলাফল সরবরাহ করে অর্থাৎ ইন্টারনেটথেকে কোন তথ্য খুঁজে বের করাই হচ্ছে সার্চ ইঞ্জিন এর কাজ।এসবসার্চ ইঞ্জিন গুলো সার্চ ইঞ্জিনস্পাইডার, রোবট এবং অন্যান্য প্রোগ্রামএবং ব্য ওয়েব সাইট থেকে তথ্য সংরক্ষন করে এবংহাইপারলিঙ্ক ট্রেস করে । অপরপ্রান্তে সার্চ রোবট বিভিন্ন সাইট থেকে ডকুমেন্টএবং তথ্য খুঁজে বের করে এবং তা সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ এ সংরক্ষন করে রাখে।যখন কোন বক্তি কোন তথ্য খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন এ সার্চ দেই, তখনসার্চ ইঞ্জিন ডাটাবেজ check করে এবং সার্চ ইঞ্জিন ডাটাবেজ থেকে ফলাফলসরবরাহ করে। তবে, এখানে বলা যায় যে, রোবট যতবেশি ডাটাবেজ সংরক্ষণ করবেকোন তথ্য সার্চ করা তত বেশি কঠিন হবে । এক্ষেত্রে, ওয়েবসাইট বৃদ্ধিপেলে তথ্য সার্চ করা বেশি কঠিন হবে ।

আপনি কি ক্যারিয়ার নিয়ে চিন্তিত? ব্লগিং কবেন কিনা ভাবছেন? অথবা ব্লগ খুলতে জানেন না আসুন আপনার সমস্যার সমাধান এখানে



ক্যারিয়ার নিয়ে অজথা চিন্তা করবেন না।পরিশ্রম, নিয়মিত অধ্যাবসায় ও প্রশিখন আপনাকে এনে দিতে পারে সাফল্য।তবে বর্তমান সময়ে ব্লগিং হল আয়ের একটি খুব ভাল পথ। কিন্তু কন ব্লগে রাঙ্কিং এ আনা কনপ সোজা বাপার নই তার জন্য একটু পরিশ্রম করতে হবে আর প্রথমেই আয় খুব ভাল হবে না তার জন্য সময় লাগবে।যাইহোক কথা না বারিএ আসুন আসল বিশই এ আসাযাক। প্রথমে আপনাদের আমি ব্লগিং কি সেটার বিষয়ে আগে একটু বলব ব্লগিং হল এমন একটি কাজ যার প্রধান বিষয়ই হল লেখালিখি করা আর যে বা যারালেখালিখি করেন তাদের ব্লগার বলে। অথএব আপনি যদি একজন ব্লগার হন তাহলে আপনার কাজ হবে বিভিন্ন বিষয়ে লেখালিখি করা।আপনি যে কন বিষয় নিয়ে লেখালিখি করতে পারেন|
ব্লগ তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি গুগল Account খুলতে হবে তারপর সেই Accountএর লগিন Id & password দিয়ে ব্লগের এ গিয়ে লগিন করতে হবে তারপর New Blog option এ ক্লিক করে ব্লগ Title & Domain name দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আপনার ব্লগ।এরপর আপনি ব্লগ Description দিয়ে পোস্ট লিখলেই আপনার ব্লগ সম্পুরন রুপ ধারন করবে।এইভাবে করলেই আপনারা নিজেরাই নিজেদের ব্লগ তৈরি করতে পারবেন।সবাই  ভাল থাকবেন আমি আবার ফিরে আসব আমার পরের post নিয়ে। নমস্কার.........।